Header Ads

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন সহজে ক্লাস - ১



কম্পিউটার ওপেন করে নিন তারপর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন নিচের নিয়মমত 
ক্লিক - Start , ক্লিক - All Programs, ক্লিক - Microsoft Office ,থেকে - Microsoft Word এ ক্লিক করার পর নিচের ছবির মত মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে।

 
 ছবির মত ওপেন হবার পর মাইক্রোসফট ওয়ার্ড পেইজের বাম পাশের উপর কর্নারে ফাইলে ক্লিক করে সেভ করে নিন তা হলে বিদ্যুৎ বা আপনার কম্পিউটার বন্ধ হলেও ডকুমেন্ট মুছে যাবে না ।

  • Document Save  Kivi wbqg t Click - File, Click - Save,Write - File Name, Click - Save

একই ডকুমেন্ট যদি আলাদা আলাদা নামে সেভ করতে হয় সে ক্ষেত্রে ফাইল অপশন থেকে সেভ এস দিয়ে নিউ ফাইল নামে সেভে দিতে হবে।


  • Document Save as Kivi wbqg t Click - File,  Click – Save as, Write- New File Name,  Click - Save


মাইক্রোসফট ওয়ার্ড এ লেখা শেষ তা বন্ধ করার প্রয়োজন কি ভাবে বন্ধ করবেন দেখে নিন।



  • MS-Word Open Kivi wbqg t  Click - File, Click - Close ,সেভ করার দরকার হলে ইয়েস অথবা দরকার না হলে নো Click - No/Yes



সেভ করা ডকুমেন্ট ওপেন করবেন কিভাবে হয়তো অনেকেরই জানা থাকে না। এখনি দেখে নিন ওপেন করার নিয়ম
  • Document Open Kivi wbqg t Click - File , Click - Open , Click - File Name , Click – Open 
আপনার ওয়ার্ড এর কাজ শেষ হলে প্রিন্ট করার পূর্বে পেজ সেটআপ করে নিতে হয়। না হলে প্রিন্ট ঠিক মত আসবে না।


Page Setup up Kivi wbqg t  Click - File , Click - Page Setup ,  Select - Margin & Paper Size ,   Click - Ok
 প্রিন্ট করার আগে প্রিন্ট পিরিভিউ দেখে নিলে ভালো হয়।

Print Preview ‡`Lvi Kivi wbqg t Click - File , Click - Print , Select - Printer Name ,Select - Page Number ,Click – Ok


No comments

Powered by Blogger.