Header Ads

ফ্রিল্যান্সিং -এ উজ্জ্বল ভবিষ্যৎ


https://tofazzelbd.blogspot.com/


ফ্রিল্যান্সিং শব্দ আমরা যারা বর্তমান ডিজিটাল যুগে বসবাস করতেছি এমন শিক্ষিত সবাই কম বেশি জানি  যে  অনলাইনে টাকা আয় করার নামই ফ্রিল্যান্সিং । আসলেই কি তাই ?  না তা না ফ্রিল্যান্সিং মানে হল স্বাধীন পেশা সেটা হউক অনলাইনে কি অফলাইনে। তবে বর্তমান এই আধুনিক যুগে অনলাইনেই ঘরে বসে হাজার হাজার জব করার সুবিধা মিলছে। আর তরুণরা ছুটছে সেইদিকেই বেশির ভাগ। আপনি ঘরে বসে বিশ্বের যে কোন দেশের কাজ অনলাইনে বা ইন্টারনেট ব্যবহার করে করতে পারেন। সে জন্য আপনাকে যে কাজ করবেন সেই কাজে নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনি অন্য কারও  জব/চাকরি করেন না কেন আপনাকে সেখানে যোগ্যতার প্রমান দিতে হয়। তেমনি ফ্রিল্যান্সিং করতে হলেও যোগ্যতার দরকার। আপনি বিদেশি কোন  ক্লাইন্টের কাজ করেন আর নিজের জব মানে নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনাকে আগে যোগ্য হতে হবে। অনলাইন থেকে আয়ের বিভিন্ন মাধ্যম বা উপায় আছে সে গুলো জানতে হবে। অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, অ্যাফিলিয়েট , টিশার্ট মার্কেটিং ছাড়াও হাজার হাজার ক্যাটাগরিরমানে আপনি যে কাজেই যোগ্য হন না কেন সেই ক্যাটাগরিরই জব করতে পারবেন অনলাইনে। সে জন্য আপনাকে ওই কাজ নিয়ে ভালো ভাবে জানতে হবে সাথে সাথে আমাদের ইংরেজি ভাষার প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমি যখন বিদেশি কোন ক্লাইন্টের কাজ করব আমাকে ইংরেজিতে কথা বলতে হবে ও তার কথা বুজতে হবে। আমরা অনেকেই আছি যারা ইংরেজি বেশি ভালো না বুঝার কারনে অনেক প্রোজেক্ট হাতছাড়া হয়ে যায়।অনলাইনে কাজ করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে , আপনি যদি মার্কেটপ্লেসে কাজ করতে চান তাহলে জনপ্রিয় ও বিশ্বাস্ত অনেক গুলো মার্কেট প্লেস রয়েছে তার মধ্যে আপওয়ার্ক.কম, ফ্রিল্যান্সিং .কম, লোগো ,ওয়েব , গ্রাফিক্স ডিজাইন ও অন্যান্য কাজের জন্য ৯৯ ডিজাইন, ৫ ডলার থেকে শুরু করে অনেক বড় কাজও করার জন্য ফাইভার, এখানে আপানার গিগ মানে আপনার সার্ভিস তৈরি করে রাখবেন বায়ার বা ক্রেতার পছন্দ হলে অর্ডার করবে । আপনি অর্ডার পেলে কাজ তৈরি করে জমা দিলেই আপনার অ্যাকাউন্টে ডলার দিবে বায়ার যদি কাজ সঠিক হয়। তবে মাঝে মাঝে কিছু বায়ার ডলার দিতে চায় না বা দুর্নীতি করে তার মধ্যে উল্লেখ যোগ্য ইন্ডিয়া, পাকিস্তান ।
আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ শিখতে চান তাহলে আপনার পছন্দের বিষয় শিখে তারপর মার্কেট প্লেসে আসলে সফল হওয়ার সম্ভাবনা ৯৯%। ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে অথবা যে সকল ব্যক্তি বা আইটি ফার্ম কাজ শিখায় তাদের কাছ থেকেও শিখতে পারেন।
তাই আমি বলব যে আপনি ভালো ভাবে কাজ শিখে আপনার ক্যারিয়ার তৈরি করতে পারলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল।

No comments

Powered by Blogger.